০১ অক্টোবর, ২০২৪
ছবি: ভোলাহাটে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছেন তাহমিদা আক্তার। পাশে উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলার ১৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণসমূহ বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান, আরডিও সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সাব-রেজিস্টার বিদ্যুৎ কুমার মন্ডল।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুল ইসলামের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাগর আলী, প্রেসক্লাব আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, রবিউল ইসলাম, বিএম রুবেল আহমেদসহ উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজনকে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে, বালাইনাশক ১ প্যাকেট ও পলিনেট ১টি করে কৃষকদের প্রদান করা হয়েছে।
Good news
Good