২২ জানুয়ারী, ২০২৩
ছবি: ছবিক্যাপশন-ভোলাহাটে আপেল প্রতীকের গণসংযোগ করছেন জননেতা, রাজশাহী জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার।
রাজশাহী জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান, এফবিসিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে ভোলাহাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং তিনি ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় তার আপেল প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলার দৃশ্য প্রত্যক্ষ করেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার আসন্ন একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল) আসনে সংসদ সদস্য পদে আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার গতকাল রোববার দিনব্যাপী ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকা-জামবাড়ীয়া, বড়গাছী বাজার, আদমপুর, ফতেপুর, খাসপাড়া, গোহালবাড়ী ইউনিয়নের কালীতলা, গোহালবাড়ীহাট, হলদেগাছী, মেডিকেলমোড়, উপজেলা পরিষদ উত্তরগেট, সাঠিয়ারবাজার, ভোলাহাট বাসষ্ট্যাান্ড, আম ফাউন্ডেশন চত্বর, ভোলাহাট থানাপাড়া, যাদুনগর, চাকপাড়া, পাঁচটিকরীবাজার, ফুটানীবাজার, দলদলী ইউনিয়নের আদাতলা, পোল্লাডাঙ্গা, ময়ামারী, মুশরীভুজা বাজার, স্বর্ণকারপাড়া, ৩নং দলদলী কাউন্সিলমোড়, পীরগাছীবাজার, দলদলী ক্লাববাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় আপেল প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এদিকে ভোলাহাট উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারের আপেল প্রতীকের পোষ্টার রাতের অন্ধকারে ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে সরজমিনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার তার আপেল প্রতীক কিছু কিছু জায়গায় দেখতে পাননি বলে তিনি জানান। ভোলহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আন্ধীপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি এ প্রতিবেদককে জোড়গলায় বলেন, বড়গাছী বাজারের কিছু কিছু জায়গায় পোষ্টার ছিড়ে ফেলার ব্যাপারে কোনপ্রকার অভিযোগ করতে গিয়ে আমার জীবনের নিরাপত্তায় ভুগছি বলে জানান। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ তাসিনুর রহমানের কাছে জানতে চেয়ে মুঠোফোন তিনি রিসিভ করেননি।
Good news
Good