৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

ভোলাহাটে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ ও রপ্তানীযোগ্য আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬ মার্চ, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশন-ভোলাহাটে দিনব্যাপি কৃষিই সমৃদ্ধির শ্লোগানে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ ও রপ্তানীযোগ্য আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের একাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপি কৃষিই সমৃদ্ধির শ্লোগানে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ ও রপ্তানীযোগ্য আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও রপ্তানীযোগ্য আম প্রকল্পের সহযোগিতায় একদিনের প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (হর্টি কালচার সেন্টার) ড. বিমল কুমার প্রমানিক, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ড. মাসুদ আহম্মেদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লোকমান হাকিমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথিগণ প্রশিক্ষক হিসেবে থেকে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে কিভাবে আধুনিক প্রযুক্তিতে নিরাপদ ও রপ্তানীযোগ্য আম উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরে আলোকাত করেন। প্রশিক্ষনার্থীদের দাবী আমাদের ভোলাহাট উপজেলায় একটি নির্দলীয়-নিরপেক্ষ আমফলের জন্য প্রতিষ্ঠান রয়েছে, যেটি ‘ভোলাহাট আম ফাউন্ডেশন’ নামে পরিচিতি লাভ করেছে দেশব্যাপী। একে আরো একধাপ এগিয়ে নিতে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের অফিসার ও তাদের সার্বিক সহযোগিতা নিয়ে এবারের আমের বাজারকে বিশ্বের দরবারে পরিচিতি করার জন্য জোরদাবী জানান।

Related Article