৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ভোলাহাট স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

২৬ মার্চ, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে ভোলাহাট ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও দোয়ার মাহফিল ২৬ মার্চ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গরিবুল্লাহ্ দবির মেম্বার, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউছারুল আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন ভোলাহাট শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত আলী, মাওলানা মোঃ আব্দুল হাই, মাওলানা মোঃ শায়খ আহমদুল্লাহ্, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ মোঃ শামিম রেজাসহ সূধীজনেরা। 


আলোচনা শেষে এদেশ স্বাধীন করতে যাঁরা বুকের তাজা বিলিয়ে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলো, সে-ই মহান আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদির।

Related Article