২২ অক্টোবর, ২০২২
ছবি: ভোলাহাট মডেল ক্লিনিক এণ্ড ডায়াগনাষ্টিক এর ফিতা কেটে শুভ উদ্বোধন করছেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম
চাঁপাইনবাবগঞ্জের শনিবার বিকেল ৪টায় শুভ উদ্বোধণ করা হলো, একটি সেবামূলক প্রতিষ্ঠান ‘ভোলাহাট মডেল ক্লিনিক এণ্ড ডায়াগনাষ্টিক সেন্টার’। এ সময় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।
নয়া ক্লিনিকের পরিচালক ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত থেকে অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরাজুল হক বাবু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারজাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার মাহবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষ ও সুধীজনেরা। রিপ্রেজেন্টেটিভ মোঃ শাহজাহান আলী অনুষ্ঠানটির পরিচালনার নিয়োজিত ছিলেন।