০৭ ডিসেম্বর, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলার দলদলী ইউনিয়ন জামায়াতের উদ্দ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান। পাশে-উপজেলা জামাতের নেতাকর্মী ও দাঁড়িপাল্লা সমর্থিত সাধারণ ভোটারগণের দৃশ্য
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আয়োজনে উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ মাঠে (৭ ডিসেম্বর) রোববার বিকেল আড়াইটায় দলদলী ইউনিয়নের উদ্দ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করে।
সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন, গণমানুষের নেতা ড. মু. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাপক মোঃ লতিফুর রহমান (সাবেক এমপি) কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাপক মোহাঃ ইয়াহইয়া খালেদ সহকারী সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ তরিকুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী ক্বারী মাওলানা আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান, ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার জেলা সভাপতি মোঃ সালাহউদ্দিন সোহাগসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী বিশাল জনসভায় উপস্থিত হয়ে জামায়াতের কর্মীদের নিজ নিজ অবস্থানে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবার নির্দেশ দেন অনুষ্ঠানের বক্তাগণ।