৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

০৮ নভেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত


বিগত ৫ নভেম্বর দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত "মাধবপুরে পুরোনো হাত ভাংগা রোগীকে নতুন রোগী সাজিয়ে মামলার অভিযোগ" শিরোনামে একটি বৃত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতে ভাবে লিখা একটি প্রতিবেদন আমাদের নজরে এসেছে।

সত্য ঘটনাকে ধামাচাপা দিতে অপসংবাদিকতার এই প্রয়াসের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।বাস্তবে,আমার শ্বাশুড়ি খুর্শিদা বেগম প্রতিপক্ষদের হামলায় আগত হয়।ভেংগে যায় হাতও।

যা ডাক্তারী প্রতিবেদনেও এসেছে।যাকে ওই প্রতিবেদনে ভিন্ন ভাবে লেখা হয়েছে।বিষয়টি আদালতে বিচারাধীন।

এছাড়া প্রতিবেদনটি বিশ্লেষণ করলেও দেখা যায় এটি একতরফাভাবে করা হয়েছে,অভিযুক্তের কোন বক্তব্য নেয়া হয়নি।

এছাড়া থানার ওসি কিংবা সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকের বক্তব্য নেয়া হয়নি। সেখানে কোন স্থানীয় বাসিন্দারও বক্তব্য অনুপস্থিত।প্রতিবেদনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রেস কাউন্সিলেও লিখিত অভিযোগ দায়ের করছি।

বিনীত
শামসুল আলম পিং মৃত হাফিজ উদ্দিন,সাং কমলপুর,মাধবপুর, হবিগঞ্জ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good