০৮ ডিসেম্বর, ২০২২
ছবি: জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। (ছবি: সংগৃহীত)
দেশের বাইরে এ দেশের তারকাদের পদচারণা বাড়ছে। বিশেষ করে পাশের দেশ ভারতে নিয়মিত কাজ করছেন দেশের তারকারা। তবে গতকাল দেশের প্রথম সারির দুজন তারকার নতুন করে দেশের গণ্ডি ছাড়িয়ে যাওয়ার গল্প জানা গেল।
বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বাংলা ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে কয়েক দিন আগে জানা গেল তিনি নাম লিখিয়েছেন বলিউডের ছবিতেও। অর্থাৎ হিন্দি ভাষার ছবিতেও দেখা যাবে জয়া আহসানকে। তবে এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। নাম ঠিক না হলেও মহরত শেষে শুটিং শুরু হয়েছে জয়া আহসানের বলিউডের সিনেমার। ছবিতে জয়ার সহশিল্পী হিসেবে দেখা যাবে বলিউডের তারকা পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গীকে। পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জয়া আহসান সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মুম্বাই ও কলকাতায় চলবে শুটিং। ছবিটি নিয়ে ভারত থেকে জয়া আহসান জানিয়েছে নিজের উচ্ছাস। বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। যখন এই ছবির প্রস্তাব পাওয়ার পর হ্যাঁ বলতে সময় নিই। এই ছবিতে আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী রয়েছেন। আমি সব সময় অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। আশা করছি ঠিকমতো কাজটা শেষ করতে পারব।
জানা গেছে, শুটিংসহ যাবতীয় কাজ শেষ করে আগামী বছর ছবিটি মুক্তি দেয়া হবে।
এদিকে দেশের আরেক জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরীর খুব বেশি কাজ করা হয়নি ভারতের কোনো সিনেমা বা ওটিটির কনটেন্টে। তবে কয়েক বছর আগে করা যৌথ প্রযোজনার ছবি ‘মনের মানুষ’ এবং সাম্প্রদিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘তকদীর’, ‘কারাগার’ এবং চলচ্চিত্র ‘হাওয়া’র সূত্রে সেখানে দর্শকদের কাছে প্রিয় নাম চঞ্চল চৌধুরী। এবার সেই চঞ্চলকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন কলকাতার আলোচিত পরিচালক সৃজিত মুখার্জি।
জানা যায়, বাংলা সিনেমার কিংবদন্তিতুল্য নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন চঞ্চল চৌধুরী। ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ‘মৃণাল সেন’-এর বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করবেন। সেই ছবির জন্যই প্রস্তাব পেয়েছেন চঞ্চল। ভারতীয় একটি গণমাধ্যমকে চঞ্চল জানিয়েছেন, নিঁখুত ‘মৃণাল সেন’ হয়ে উঠতে পারলেই হ্যাঁ বলব।
তবে বাংলাদেশের গণমাধ্যমে চঞ্চলের বক্তব্য খুব পরিষ্কার। জানিয়েছেন, আলোচনা চলছে। এখনো চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, চলতি বছর মৃণাল সেনের জন্মবার্ষিকীতে প্রয়াত পরিচালকের জীবনীভিত্তিক ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তখন থেকেই সবাই তাকিয়ে আছেন, পর্দায় কে হবেন মৃণাল সেন। অবশেষে জানা গেল, ‘হাওয়া’ ও ‘কারাগার’খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন হওয়ার প্রস্তাব দিয়েছেন সৃজিত।
জানা যায়, আগামী বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে ঘিরে তিনটি প্রকল্পের কাজ চলছে। চলতি বছর তার জন্মবার্ষিকীতে ‘পদাতিক’-এর পোস্টার প্রকাশ করে সৃজিত জানিয়েছেন তার সিনেমাটির নাম পদাতিক। টালিউডের আরও দুই পরিচালক, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্ত নির্মাণ করছেন মৃণাল সেনকে নিয়ে।
তবে সব মিলিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের এই যাত্রা গৌরবের বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকে ধারণা করছেন, শুধু জয়া কিংবা চঞ্চল নয়, অনেক তারকাই এখন দেশের বাইরে কাজের সুখরব দিচ্ছেন। এটা এ দেশের সংস্কৃতির জন্য আনন্দের সংবাদ।