৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আন্তর্জাতিক

ভালুকায় বেতন না দিয়ে কারখানা ছুটি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ

০৯ ডিসেম্বর, ২০২৪

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সোমবার সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায়

ময়মনসিংহের ভালুকায় বেতন না দিয়ে একটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিক, পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় রোর ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মিলে ১ হাজার ৩৫৭ জন কর্মরত। তাঁদের মধ্যে বেশির ভাগ শ্রমিক বেতন পেলেও ৩২৭ জন শ্রমিক-কর্মচারী অক্টোবর মাস থেকে বেতন পাচ্ছেন না। গত শনিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এমন অবস্থায় গতকাল রোববার কারখানার সামনে নোটিশ টাঙিয়ে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হন।

আজ সকালে কারখানার সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকাল ৮টা ৫০ মিনিট থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেন।

কারখানাটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের প্রধান ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, কারখানাটির মালিকের নাম মামুনুল ইসলাম। গত ৫ আগস্টের পর থেকে তাঁরা ব্যাংক থেকে তেমন সহযোগিতা পাচ্ছেন না। অগ্রণী ব্যাংকের মাধ্যমে তাঁদের লেনদেন হতো। এক মাসের বেতন নিয়ে সমস্যা হয়েছে, সেটি সমাধানের চেষ্টাও চলছে।

ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, মহাসড়ক অবরোধ করে সমস্যা সমাধান হবে না। তাঁরা আজ মালিকপক্ষকে ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করবেন—এমন আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান বলেন, শ্রমিকদের কারও তিন মাস, কারও দুই মাস এবং কারও এক মাসের বেতন বকেয়া আছে। এমন পরিস্থিতির মধ্যে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন।

Related Article