৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উজিরপুরে পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় হামলা, গৃহবধু আহত

১৮ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: প্রতীকী।

বরিশালের উজিরপুরে পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে প্রতিবেশী যুবক ও যুবকের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই গৃহবধু। উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্ৰামে

নির্যাতিতা গৃহবধুর পরিবারের সদস্যদের সাথে আলাপকালে জানা যায়, ওই গৃহবধুকে প্রতিবেশী মোশাররফ হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার (২২) বিয়ের আগে থেকে পছন্দ করতেন। কিন্তু গৃহবধু কখনই তাঁকে পছন্দ করতেন না বা ভালবাসতেন না। বিয়ের পরও দুই বছর ধরে উত্যক্ত করে আসছে। গত বুধবার ১৬ নভেম্বরও গৃহবধুকে পুনঃরায় প্রেমের প্রস্তাব দিলেও রাজি হয়নি গৃহবধু। পরদিন বৃহস্পতিবার সকালে ওই যুবকের পরিবারের কাছে বিচার দেয়। এতে যুবকের পরিবার তাঁদের ছেলের ওপর অপবাদ ও মিথ্যা অভিযোগ করার অভিযোগ এন ক্ষিপ্ত হয়। বিকালে রবিউল, চাচাত ভাই জসিম, বাবা মোশাররফ হোসেন, চাচা মোস্তফা, চাচী তাছলিমা বেগমসহ কয়েকজন মিলে গৃহবধুকে মারপিট করেন। পরে পরিবারের লোকজন আহত গৃহবধুকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্তদের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত গৃহবধুর ছোট বোন কুলসুম বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good