২৪ নভেম্বর, ২০২২
ছবি: উজিরপুরে বেপরোয়া বানর
বরিশালের উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানরের উৎপাতে অতিষ্ট হয়ে পরেছে উপজেলাবাসী। যেন দেখার কেউ নেই। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বানরের থাবা থেকে রেহাই পাচ্ছেনা মানুষ। ক্ষুধার জ্বালা মেটাতে বানরগুলো দিন দিন হিংস্র হয়ে ওঠে। তুলকালাম কাণ্ড ঘটায় বসতবাড়িতে। রেহাই পাচ্ছেনা ব্যবসায়ীরা। একদিকে হাঁড়ি পাতিল ভাংচুর করে মানুষের খাবার খেয়ে ফেলছে। অপরদিকে সবজি বাগান,ফলের বাগান, নারিকেল থেকে শুরু করে সবকিছুই খেয়ে তছনছ করে ফেলছে। কোন কিছুই আর গাছে থাকছে না। রিতিমত বিরক্তি, যন্ত্রনা আর অস্বাভাবিক ক্ষতি মুখ বুজে সহ্য করতে হচ্ছে মানুষকে। ব্যবসায়ী সোহাগ , শাখাওয়াত হোসেন চৌধুরী, মিজানুর রহমানসহ একাধিক ব্যাক্তি জানিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায়ই করা,রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবারের মালামাল ছিনিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ির চালে বানরের উৎপাতের কমতি নেই। এমনকি শিশুদের নিয়ে বাবা মাকে দুশ্চিন্তায় ব্যাকুল থাকতে হয়,কখন আবার তাদের উপর আছর বসায়। স্হানীয়দের দাবী সরকারি ভাবে বানরের জন্য খাবারের কোন বাজেট না থাকার কারণেই বানরের উৎপাত চরমে পৌঁছেছে। সুত্রে জানা যায় ইতিপূর্বে বানরের খাবারের জন্য সরকারি অনুদান ছিল। কিন্তু বর্তমানে সরকারি কোন অনুদান বা খাদ্য সহায়তা না থাকায় প্রতিটি বানর বেপরোয়া হয়ে উঠেছে এবং মানুষের বাড়িতে বাড়িতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করছে। এছাড়া ঝাঁকে ঝাঁকে বানর দোকানের খাবারের দিকে তাক করে থাকে, সুযোগ পেলেই দাবা মেরে খাবার কেড়ে নিয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। উজিরপুর হাসপাতালের সামনে দেয়ালে ও বিভিন্ন দোকান পাটের চালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও ফোনটি ব্যাস্ত পাওয়া যায়। এদিকে উৎপাত থেকে রক্ষা পেতে বানরের খাবারের চাহিদা মেটাতে সরকারিভাবে সহায়তা প্রদানের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।