০৩ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রধান অতিথি এস.এম জামাল হোসেন
বরিশাল জেলার উজিরপুরে বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বামরাইল স্কুল মাঠে ছাত্রলীগের প্রতিনিধি সভার উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী। সভায় বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন, এছাড়াও বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মনিরুল ইসলাম, সহ-সভাপতি ও বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বামরাইল স্কুল মাঠে জড়ো হয়। একপর্যায়ে সভাস্হলে জনসমুদ্রে রুপ নেয়।
Good news
Good