১৫ মার্চ, ২০২৩
ছবি: কৃষক লীগের সমাবেশ
ঠাকুরগাঁয়ে কৃষক লীগের সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ও সদর উপজেলা কৃষকলীগের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ মার্চ) বিকেলে বিডি হল প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য আরমানুল হক পার্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু।
এ ছাড়াও জেলা ও উপজেলার আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।