১৪ নভেম্বর, ২০২২
ছবি: আগুনে নেভাতে স্থানীয়দের চেষ্টা।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ পরিবারের অন্তত ২৫ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১১ টা ৩০ মিনিটে রুহিয়া থানার ১ নং ইউনিয়নের মধুপুর(গুদাম পাড়া) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় বকুল চন্দ্র বলেন, কিভাবে যে আগুনের উৎপত্তি হলো কেউ বলতে পারে না, ১৩ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায় এবং আগুনে প্রায় ২০ লক্ষাধীক টাকার ক্ষতি গ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
১ নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন, আসলে এক সঙ্গে এতো গুলো পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে যা একটি মর্মান্তিক বিষয়।
১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, একসাথে ১৩ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে, আমি ইতিমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অবগত করছি দ্রুত ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হবে।
Good news
Good