১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: নবীনবরণ অনুষ্ঠান চিত্র
ঠাকুরগাঁও রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের ২০২২-২৩ইং শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের হল রুমে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, রুহিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মলেন্দু রায়, গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ, রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন, কলেজের গভর্নিংবডির কো-অপ্ট সদস্য আব্দুল আজিজ মিলার।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক রেজানুল হক, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, মছলেমা আক্তার, সফিকুল ইসলাম, মনিরা পারভীন, মোছাবেরুজ্জামান, শিক্ষার্থী হুমায়রা তাসমিন, মায়মুনা আফরোজ প্রমুখ।
Good news
Good