১৫ ডিসেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ অক্টোবর, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: পুরস্কার বিতরণ

 

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও, 
জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর”স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও এসিআই মটরস কোম্পানির আয়োজনে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী ঠাকুরগাঁও সদর   উপজেলা রুহিয়া প্রগতি সংঘ মাঠ এসিআই মটরসের ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদেরকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিট্যান্ট সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি রিজিয়নাল সেলস ম্যানেজার তোতা মিয়া ,ডেপুটি এরিয়া ম্যানেজার জাবিরুল ইসলাম,রিকোভারী টেরিটোরির ম্যানেজার নূরে আলম, সার্ভিস ইন্জিনিয়ার ইউনুস আলী,পার্টস ডিলার রুহিয়া সাদিকুল ইসলাম অনুষ্ঠানে কাস্টোমার, ড্রাইভার,মালিক ও স্থানীয় এলাকাবাসী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ মেলায় ট্রাক্টরের ফ্রি সার্ভিস, রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, মেলায় আসা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের ফ্রি স্বাস্থ্য চেকআপ ছাড়াও কাস্টমারদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ফান এবং এক্সপেরিয়েন্স জোনসহ বিভিন্ন আয়োজন ছিল। 

এই মেলায় ৫ টি সোনালীকা ট্রাক্টর বিক্রি করা হয়। এছাড়াও, পুরাতন ট্রাক্টরগুলো বিনামূল্যে মেরামত করা হয়। পাশাপাশি এসিআই মটরসের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর এবং ড্রাম ট্রাক (সিনো) প্রদর্শন করা হয়। 

শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ও এসিআই মটরসের সেরা গ্রাহক ও সেরা কিস্তিদাতাদের অনুষ্ঠানে পুরুস্কার দেওয়া হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good