৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া রাস্তার পাশ থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার

০১ মার্চ, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদরে রুহিয়া রাজাগাঁওয়ে রাস্তার পাশ থেকে হাফিজুল ইসলাম হাফি (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের কামলা ডাঙ্গা থেকে লাশটি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।

হাফিজুল ইসলাম পার্বতীপুর ফকিরের পুল এলাকার মরহুম আজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছর থেকে মৃত হাফিজুল ইসলামসহ পার্বতীপুর থেকে আসা ২০ থেকে ২৫ জন মানুষ এই অঞ্চলের গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। তারা সবাই মিলে রুহিয়া জুট মিল-সংলগ্ন জুতা ব্যাবসায়ী মানিকের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রতিবেশী নুর ইসলাম জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল হাফিজুল ইসলাম ফেরি নিয়ে গ্রামে যেতে পারেননি। আজ সকাল ৯টায় ফেরি নিয়ে গ্রামের উদ্দেশে বেরিয়েছিলেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন ৯৯৯ নাম্বারের মাধ্যমে জানতে পেরে আমি সঙ্গীয় ফোর্স সহ ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের কমলা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পাশে পাকা রাস্তার পাশ থেকে হাফিজুল ইসলাম নামের এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে নিহত হয়েছে তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good