৩১ মে, ২০২৩
ছবি: ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করছে ভূল্লী থানা পুলিশ।
ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার ভূল্লীতে বুধবার ৩১ মে সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ বোর্ডস্কুল গ্রামে পল্লী বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু ব্যাক্তি গোলাপী বেগম নামে ১ জুটমিল কর্মী ছিলেন। গোলাপী বেগম (৪২) বোর্ডস্কুল গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী তিনি সেলিম রেজা জুটমিল কাজ করেন।
বিষয়টি স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুট মিল কর্মী গোলাপী বেগম ও তার ১ মহিলা সহকর্মী জুটমিলের রাতের ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বারোমাড়া কান্দরের মাঝখান দিয়ে বাড়ী ফেরার পথে অকেজো কাঠের বিদ্যুৎ খুটির তার নিচে পড়ে থাকলে সেই তারে জড়িয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে। শেষে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়। এ বিষয়ে মাদারগঞ্জ গ্রামবাসী জানান, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলার কারণে একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। সেখানে ইতিপূর্বে আরও ঘটনা ঘটেছে বিদ্যুতের তার পড়ে কয়েকটি গরু ও মারা গিয়েছিলো। আবার আজকে সেই জায়গায় অকেজো কাঠের পিলারের তার ছিড়ে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়ে গেল।আমরা সবাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ নিয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে। আপাতত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় যদি আমাদের কোনো কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ হবে।
Good news
Good