৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত-২

২৫ জানুয়ারী, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সড়ক দুর্ঘটনা


ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এনামুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও শহরের  আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল (৪০)।

স্থানীয়রা জানান, আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে পার হয়ে ‘এনামুল পেট্রোল পাম্প’-এ যাচ্ছিলেন আসাদ ও রাশেদুল। মহাসড়কে ওঠা মাত্রই পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ ও রাশেদুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি ফেলে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।


খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল থেকে আসাদ ও রাশেদুলের লাশ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

Related Article