৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ছাত্রলীগ

২৯ এপ্রিল, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ

 জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঠাকুরগাঁও সদর মোহাম্মদপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আফতাব উদ্দিন। ধান কাটা বিষয়টি ছাত্রলীগের সভাপতি জানতে পেরে প্রায় ২ বিঘা জমির  ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতারা।

 শনিবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বিভিন্ন জায়গায় তারা ধান কেটে বাড়িতে তুলে দেন।সেই ধারাবাহিগতায় সেই দরিদ্র কৃষক আফতাব উদ্দিনের দুই বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন বলে, এসময় ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় অংশ নেন ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা সভাপতি আজাহারুল সহ উপজেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 এর আগে সোমবার (২৪ এপ্রিল) ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহবান জানায় বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ধান কেটে এমনকি মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছে বিভিন্ন জেলার ছাত্রলীগ কর্মীরা।

  বিভিন্ন জেলায় দেখা গেছে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার দৃশ্য। তবে এ ক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেত্রী ও সদস্যরাও। তারাও তাল মিলিয়ে কাজ করছেন পুরুষ কর্মীদের সাথে।

Related Article