১৭ এপ্রিল, ২০২৩
ছবি: বাজেট ঘোষণা করছেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬১ লক্ষ ৯৬ হাজার ৪শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে সোমবার দুপুরে আকচা ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
এছাড়াও বক্তব্য দেন, আকচা ইউনিয়ন কৃষক লীগের সদস্য মখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ বর্মন, সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র রায়, আক্চা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন চন্দ্র বর্মন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শামীম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিজয় কুমার রায়, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পুলু রাম রায়, ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শিমলা রায়, ৪,৫,৬ সানোয়ারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে আকচা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরে ৬১ লক্ষ ৯৬ হাজার ৪শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। যা গত ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৫৭ লক্ষ ৯৯ হাজার ৭৪৪ টাকা।
এছাড়াও ওই ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সেরা করদাতাদের পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। এই পরিষদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো প্রত্যেক গ্রাম ও মানুষের দোড়গড়ায় পৌঁছে দেয়া হবে।
এছাড়াও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আক্চা ইউনিয়ন পরিষদের ২ হাজার ২৫০ মাঝে ১০ কেজি করে ২২ হাজার ৫শ কেজি চাল বিতরণ করা হয়।
Good news
Good