৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সাহিত্য ও সংস্কৃতি

ঠাকুরগাঁওয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহি লক্ষীপূজা ধামের গান

১৩ অক্টোবর, ২০২২

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ধামের গান

ঠাকুরগাঁও জেলা স্থানীয় লোকনাট্যের একটি ধারা, যা কালের গর্ভে এখনো হারিয়ে যায়নি। এ লোকনাট্য ধারাটি এই অঞ্চলের গ্রামীণ জীবনে সকল ধর্মের সকল বয়সের সাধারণ মানুষের বিনোদনের এক নির্মল উৎস। হেমন্তের শেষদিকে শুরু হয়ে শীতের শুরু পর্যন্ত ঠাকুরগাঁও অঞ্চলের বিভিন্ন গ্রামে শত বছরের প্রাচীন এ লোকনাট্য গানের আসর বসে। এ বছরও সদর উপজেলার রুহিয়া ও বালিয়াডাঙ্গী  ধামে বসেছে ধামের গানের আসর। পাশাপাশি আরো অনেক এলাকায় ধামের গানের আসর বসেছে বলে জানা গেছে।

এরই ধারাবাহিতায় এ বছরও ধামের গানে আয়োজনে মেতে উঠেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রাম-গঞ্জ। রাতভর চলা মন মাতানো এই আয়োজনে ভিড় করে তৈরি হচ্ছে এক উৎসবমুখর পরিবেশ। যন্ত্রীরা সাধারণত মঞ্চের মাঝখানে গোল হয়ে বসে ঢোল, খঞ্জনি, একতারা, খোল, বাঁশি, হারমোনিয়ামের শব্দে মুখরিত হচ্ছে পুরো এলাকা। অনেকটা সৌখিনতার স্বাদে জমকালোভাবেই আয়োজন হয় এই ধামের গান উৎসব। রঙ-বেরঙের কাপড় টাঙিয়ে ও মাটির উঁচু ঢিবির চারপাশে বাঁশের ঘের দিয়ে বানানো হয় মঞ্চ। সেখানে রাতভর অভিনয় সহকারে গান গাওয়া হয়। পালাগুলোর ব্যাপ্তি গল্পভেদে কয়েক ঘণ্টা হয়ে থাকে। এক রাতে তিন-চারটি পালা অনুষ্ঠিত হয়। একেকটি দল এসে একেক পালা পরিবেশন করে। কোনো কোনো আসর সপ্তাহব্যাপী চলে। ধামের গান উপলক্ষে জনসমাগম কিছুটা লোকজ মেলারও আকার ধারণ করে।

Related Article