৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / ধর্ম ও জীবন

ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে মন্দিরে প্রতিমা ভাঙচুর

০৮ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ শাহাদাত হোসেন নিশাত,
ঠাকুরগাঁও সদর উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ছবি: মন্দিরে আওয়ামী লীগের আয়োজিত জরুরি আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১২টি মন্দিরের প্রতিটিতে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দিরে আওয়ামী লীগের আয়োজিত জরুরি আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী ১২ লাখ টাকা এবং স্থানীয় সংসদ সদস্যের জ্যেষ্ঠ ছেলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে তিনি (গয়েশ্বর চন্দ্র) বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হয়ে কাজ করছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলছি এই ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকবেন।’

সাদেক কুরাইশী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে আন্তর্জাতিক মহলে ছোট এবং দেশে হিন্দু-মুসলমানদের মধ্যে যে সৌহার্দ্য-সম্প্রীতি তৈরি হয়েছে, তা নষ্টের জন্য এ ঘটনা ঘটিয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। আপনারা একত্রিত থাকলে কোনো দিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

গত রোববার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় ওই দিন বিকেলে সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি  বলে জানিয়েছে পুলিশ।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news