০৩ ডিসেম্বর, ২০২৪
ছবি: প্রতিকী ছবি
টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে কোনো পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সেন্টমাটিন দ্বীপে সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে সাবেক ইউপি সদস্য আবু বক্কর বলেন, সোমবার সন্ধ্যার দিকে সেন্টমাটিনের পশ্চিম সমুদ্র সৈকতের সিটিবি পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে আসে। শরীরে পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। লাশটি উদ্ধার করার জন্য পুলিশে খবর দেওয়া হয়েছে।
Good news
Good