১২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: তানযীমুল উম্মাহ মদরাসা বগুড়া রহমান নগর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা রহমান নগর শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৮.০০ ঘটিকায় এম.এস.ক্লাব খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।এতে বালক ও বালিকা শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাদরাসার শাখা প্রধান মোঃ নাজমুল হাসান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুল্লাহ মুহাম্মাদ আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন,তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজ বিভাগের সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আরিফুল ইসলাম,তানযীমুল উম্মাহ উপশহর শাখার প্রধান শাহ আলম,বালিকা শাখার সেকশন প্রধান মাওলানা আতাউর রহমান,শিক্ষকরা,শিক্ষার্থীও অবিভাবক বৃন্দ।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন বলেন, তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ফলে পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তব শিক্ষায় এখানকার শিক্ষার্থীরা গড়ে উঠছে।
Good news
Good