২৪ ডিসেম্বর, ২০২২
ছবি: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কালিহাতী উপজেলার পৌলী এলাকা দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধিনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল হক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণ কেন্দ্রের এক প্রশিক্ষণার্থী নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
Good news
Good