৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক চাপায় বাকপ্রতিবন্ধী নিহত; আহত ৪

০৩ জানুয়ারী, ২০২৩

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: ট্রাক

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবা‌হি ট্রা‌কের চাপায় বাকপ্রতিবন্ধী নির্মাণ শ্রমিক নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়ে‌ছে অ‌টোভ‌্যা‌নে থাকা আ‌রো চারজন। 

নিহত নির্মাণ শ্রমিক উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে মো. সোহাগ (২৫)। 

মঙ্গলবার (৩ জানুয়া‌রি ) সকা‌লে ঘাটাইল- ভুঞাপুর সড়‌কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লেক্স ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক‌টি আটক ক‌রা গে‌লেও চা‌লক ও হেলপার পা‌লি‌য়ে‌ছে। 

স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যান যোগে কাজে যাওয়ার সময় ঘাটাইল শাপলা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা বালবা‌হি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত অবস্থায় অপর চারজনকে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘাটাইল থানার এসআই মো. হাফিজ জানান, মর‌দে‌হের উদ্ধারসহ ট্রাক আটক করা হ‌য়ে‌ছে। ময়নাতদ‌ন্তের জন‌্য মর‌দেহ ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া শেষে মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good