৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

২৯ অক্টোবর, ২০২২

এম এম হেলাল,
বার্তা সম্পাদক

ছবি: নিহত অটোচালক রুবেল।

টাঙ্গাইলের ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল গ্রামের আলাউদ্দিনের ছেলে নিখোঁজ অটোচালক রুবেলের (৩৪) মরদেহ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করেছে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

নিহতের বাবা ও তাঁর আত্মীয়রা জানায়, গত বুধবার ২৬ অক্টোবর সকালে রুবেল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরে স্ত্রীকে মোবাইল ফোনে জানায় যাত্রী নিয়ে ঘাটাইল উপজেলার মাইধারচালা এলাকায় যাচ্ছেন। এরপর সন্ধ্যা পর্যন্ত আর কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর এলাকাসহ সকল আত্মীয়-স্বজনের বাড়িতে রাতেই খোঁজ করা হয়। কোথাও তাঁর সন্ধান না পেয়ে পরের দিন বৃহস্পতিবার ঘাটাইল থানা পুলিশকে অবগত করা হয়।


এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, গত ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌলির আইসার শোরুমের ২০০শত গজ উত্তরে মহাসড়কের পাশ থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। প্রথমে পিবিআই টাংগাইল কর্তৃক তাঁর পরিচয় সনাক্তের চেষ্টা করা হয়। পরে ময়মনসিংহ সিআইডির সহায়তায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়।
পরিচয় সনাক্তর পর নিহতের পরিবারকে খবর দেয়া হয়। স্বজনেরা শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে এসে মরদেহটি সনাক্ত করেন। ময়নাতদন্ত ও যথার্থ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরো জানান, মরদেহটি উদ্ধারের সময় মাথায় আঘাত ও রক্তাক্ত ছিলো। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান নিহতের পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত আবেদন করা হয়েছিলো।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good