৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত

টাঙ্গাইলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন দেহ উদ্ধার

২০ নভেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেত গুলোতে তল্লাশি চলছে

গতকাল টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের ধানক্ষেত থেকে এক নারীর মস্তকবিহীন লাশের খন্ডিত কয়েক টুকরো উদ্ধার করার ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়েছে বলে জানিয়েছে। 

গত শুক্রবার বিকেল চারটা থেকে এখন পর্যন্ত  একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। লাশের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। এরপর শনিবার সকাল থেকে এখন পর্যন্ত দেহের খন্ডিত বিভিন্ন টুকরা উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেত গুলোতে তল্লাশি চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। 

Related Article