১৯ Jun, ২০২৩
ছবি: ধরলা নদী
টানা বর্ষণে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার আশংকা দেখা দিয়েছে কুড়িগ্রামে। দেশের উত্তরের এই অঞ্চলে সব ক’টি নদনদীর পানি হু হু করে বাড়ছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, ফুলকুমোর, দুধকুমারসহ কালজানী, জিঞ্জিরামসহ প্রায় সব ক’টি নদনদীর পানি বেড়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার কয়েকটি চরে তলিয়ে গেছে বীজতলাসহ সবজি ক্ষেত।
নদীগুলোর নাব্যতা সংকটের কারণে ভারী বৃষ্টিপাতে ও পাহারী ঢল নামলেই দেখা দেয় ভয়াবহ বন্যার আশংকা। কুড়িগ্রামে যাত্রাপুর অঞ্চলের বেশ কয়েকটি চর ইতিমধ্যেই পানিতে থৈ থৈ করছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তিস্তা নদীর পানি লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে এবং দুধকুমার কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি যাওয়ার শঙ্কা আছে।
Good news
Good