৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ

২২ মার্চ, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: বিতরন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ইব্রাহিমপুর দক্ষিণপাড়া কাইয়ুম খানের বাড়িতে ২৫০ জন অসহায় মানুষের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সিনিয়র গ্রুপ পরিচালক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. মান্নান এবং গ্রুপ মডারেটর ডলি ইসলাম।এসময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর মাসুদা আক্তার, গ্রুপ পরিচালক সুবর্ণা ইসলাম, জাফর আহমেদ, রিদয় আহমেদ, আক্তার হোসেন, ইব্রাহিম আল হাসান প্রমুখ।

প্রতিষ্ঠাতা ও গ্রুপ চেয়ারম্যান মাহমুদ গোলাম মোস্তফা আলম বলেন, "স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।"গ্রুপের সভাপতি মো. মেহেদী হাসান শাহিন বলেন, "যারা অর্থ ও শ্রম দিয়ে এই উদ্যোগকে সার্থক করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
 

অনুষ্ঠানের শেষে গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরণের মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good