২২ ডিসেম্বর, ২০২৩
ছবি: কক্সবাজার প্রথম দুইতলা বাস
অবশেষে কক্সবাজারে চালু হচ্ছে দুইতলা বাস। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে শুরু হবে এই সিটি সার্ভিস।
বিআরটিসির দুইতলা বাস দিয়ে এই সিটি সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। তিনি জানান প্রথম দিকে দুটো বাস দিয়ে চালু করা হচ্ছে এই সিটি সার্ভিস। যেহেতু প্রতিদিন সকাল ৭ টা ২০ মিনিটে ট্রেন আসে কক্সবাজারে তার সাথে সঙ্গতি রেখেই সকাল সাড়ে ৭ টায় রেলস্টেশন থেকে এই দ্বি-তল বাসগুলো ছাড়বে বলে জানা গেছে। শহরের ঘুনগাছতলা থেকে ৩৫ টাকায়, হলিডের মোড় থেকে ৩০ টাকায়,লাবনী পয়েন্ট থেকে ২৫ টাকায়,সুগন্ধা মোড় থেকে ২০ টাকায়,ডলফিন মোড় থেকে ১৫ টাকায় রেলস্টেশনে আসা যাওয়া করা যাবে এই সিটি সার্ভিসের বাসে।
Good news
Good