২৯ নভেম্বর, ২০২২
ছবি: গোল উদযাপনে ব্রাজিল ফুটবলারা
হেক্সা মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। আজ ক্যাসিমিরোর একমাত্র গোলে বিশ্বকাপে প্রথমবারের মতো সুইজারল্যান্ডকে হারালো ব্রাজিল।এ জয়ে ফ্রান্সের পর নক আউট পর্ব নিশ্চিত করলো ব্রাজিল।
কাতার বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে এবং জি গ্রুপের প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল। আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা।
শুরু থেকেই দুইদল খুব আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে দুই দল ভালো সুযোগ তৈরি করলেও গোল জালে জড়াতে পারেনি কেউ।ব্রাজিলের হয়ে সহজ গোলের সুযোগ মিস করেন রিচার্লিশন ও ভিনিসিয়াস।
আজকের জন্য ব্রাজিলের সমীকরণ ছিল পরিষ্কার।
জিততে পারলেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড। এমন ম্যাচে জায়ান্ট কিলার সুইজারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে ব্রাজিলিয়ানরা।
আজ সুইস ডিফেন্ডারদের ভালোই পরিক্ষা নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারা।ব্রাজিলের একের পর এক আক্রমণ তাদের ভালোই ভুগিয়েছে আজ।
ম্যাচে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ক্যাসমিরো। ম্যাচের ৮৩ মিনিটে রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের নৈপুন্যে পাওয়া বলকে কাজে লাগান তিনি।
ভিনিসিয়াস বল দেন রোদ্রিগোকে। রোদ্রিগো বল দেন ক্যাসমিরোকে। কোন ভুল করেনি ক্যাসমিরো, রোদ্রিগো থেকে পাওয়া বলকে পাঠিয়ে দেন সুইজারল্যান্ডের জালে।
অবশ্য এই গোলের পূর্বে ব্রাজিল আরও একটি গোল পেয়েছিল। সেই গোলটি করেছিলেন ভিনিসিয়াস। কিন্তু অফসাইডের কারণো গোলটি বাতিল হয়ে গিয়েছিল।
এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করলো ব্রাজিল। এর আগে ফ্রান্স প্রথম দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে।