১২ অক্টোবর, ২০২২
ছবি: জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বুধবার সকালে এউপলক্ষে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্ত্বরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আযোজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।