৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

ভাষা শহীদ জব্বারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে পালিত হয় অন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২২ ফেব্রুয়ারী, ২০২৩

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ জব্বারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন গফরগাঁও উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ উচ্চস্বরে এ স্লোগানের মধ্যমে গফরগাঁও উপজেলার বিভিন্ন অঞ্চলের পাড়া মহল্লা থেকে আগত জনসাধারণের ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তার মধ্য দিয়ে জব্বার নগরে ভাষা শহিদ জব্বারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে পালিত হয় অন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩। এতে শ্রদ্ধা প্রদান করেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী , বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজলোর সর্বস্তরের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার হাতে ফুলের স্তবক, কণ্ঠে চির অম্লান সেই গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গেয়ে ধীর পায়ে এগিয়ে যান আবালবৃদ্ধবনিতা। 

মাতৃভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদ আবদুল জব্বারের সমাধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, এরপর একে একে গফরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজ, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পণ করে। 

মঙ্গলবার সকালে জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাত ফেরি করে গফরগাঁও উপজেলার গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন এসে পুস্পস্তবক অর্পন করেন। এসময় তাদের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার সভাপতি আসাদুজ্জামান আসান, সাধারণ সম্পাদক শরীফ শেখ কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম জেলার সাবেক সদস্য মাসুদ রেজা, এস এম সাগর, মাওলানা আনিসুর রহমান, মনিরুল হক এবং আজহারুল ইসলাম। সেই সাথে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা শহীদ মিনারে উপস্থিত হয়ে পুস্পস্তবক অর্পন করে। পরে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে, মুক্তপায়রা খেলাঘর আসর, শিকদার সঙ্গীত একাডেমি ও সূর্যসারথি খেলাঘর আসরের শিল্পীরা।

Related Article