৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

সোজা আঙুলে ঘি না উঠলে আবার রাজপথে নামতে হবে: গয়েশ্বর

০৯ ফেব্রুয়ারী, ২০২৫

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: এনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসে প্রমাণ হয়ে গেছে। সোজা আঙুলে ঘি না উঠলে আমার মনে হয় আমাদের আবার রাজপথে নামতে হবে।

গয়েশ্বর বলেন, বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটা হতে পারে না। সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে তা চলতে পারে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই।

Related Article