৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সমকাল প্রতিনিধি সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাসের পরলোকগমণ

০৬ মার্চ, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: অধ্যাপক দূর্লভ বিশ্বাস

দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস পরলোকগমণ করেছেন। 

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। অধ্যাপক দুর্লভ বিশ্বাসের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবার ও স্বজনরা জানান, দুর্লভ বিশ্বাস উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর পুনরায় লেখাপাড়া শুরু করেন। 

১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাকল্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮২ সালে মির্জাপুর কলেজে শিক্ষকতা শুরু করেন। 

শিক্ষকতার পাশাপাশি তিনি আওয়ামীলীগের রাজনীতি এবং সক্রিয়ভাবে সাংবাদিকতা করেন। ১৯৯২ সালে দৈনিক সংবাদে মির্জাপুর প্রতিনিধি নিয়োগ পান। 

২০০০ সালে দৈনিকযুগান্তর পত্রিকার শ্রকাশনালগ্ন থেকে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং সমকাল পত্রিকা প্রকাশ হলে শুরু থেকে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে টানা দুইবার কমান্ডার নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে (সিওপিডি) ভুগছিরেন। মঙ্গলবার দুপুরবেলা তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বুধবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়। অধ্যাপক দুর্লভ বিশ্বাসের পরলোকগমণে শোক প্রকাশ করেছেন মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ ,টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, 

সাবেক সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ছটাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ,

সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক মেয়র অ্যাড. মোশারফ হোসেন মনি, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক এসএম শিপন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good