০৫ অক্টোবর, ২০২৩
ছবি: কবিতা, শক্ত হাত, লেখক মুঞ্জুরুল হক
লেখক- মুঞ্জুরুল হক
আলতোভাবে ছুঁয়ে দেখো
শক্ত তাহার হাত,
ভিতরে তাহার স্পর্শ কাতর
হৃদয় সুবিশাল।
বাহির হতে দেখবে তুমি
বড্ড পাষাণ লাগে,
আবার দেখবে রোদে বৃষ্টিতে
পুড়ে তোমার লাগি।
সহজ সরল ভাষা তাহার
আবেগ মাখা কথা,
রাগলে আবার ভীষণ রাগী
নেই কোন কথা।
না দিলে তুমি ভাত, কাপড়
না দিলে আমায় টাকা,
বেঁচে থেকো ভালো থেকো
এমন তাদের ভাষা।
রাত জাগিয়া কাজ করিবে
নেইকো অভিযোগ,
তোমার কথা চিন্তা করে
শখ মিটে যায় তার।
এতো কষ্ট সহ্য করেন
তিনি আবার কে???
হাজার ভুলের পরেও পাশে
থাকেন যিনি,
শক্ত হাতে আঁকড়ে রাখেন
বুকের মধ্যে খানে।
বাবা নামক ভালোবাসা
থাক সকল ছেলের অন্তরে।