১৭ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামস্থ মূল রাস্তাটি শিমুলবাড়ী বিজিবি ক্যাম্প পর্যন্ত বেহাল অবস্থা। গ্রামবাসীর চলাচলে সমস্যা হয়।এই রাস্তাটি সংস্করণের দাবিতে গণস্বাক্ষর ক্যাম্পেইন করেন স্থানীয় প্রয়াস যুবসংগঠন। ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন গ্রামের সাধারণ জনগনসহ প্রয়াস যুবসংগঠনের সকল কর্মীবিন্দু।
এলাকাবাসী জানান একটু বৃষ্টি হলেই বেহাল দসা হয় রাস্তাটি আর তাই পাকা রাস্তায় রুপান্তরিত করলে আমাদের গ্রামের উন্নয়ন হবে ও ভোগান্তি দূর হব।
গণস্বাক্ষর কৃত ব্যানারটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা প্রদান করা হবে।
Good news
Good