৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শিবপুর উপজেলা চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে আহত

২৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: চেয়ারম্যান হারুনুর রশিদ খান

নরসিংদী  জেলার শিবপুর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি    হারুনুর রশিদ খান দুর্বৃত্তের গুলিতে আহত। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬.১৫ মিনিটে নিজ বাসার সিড়িতে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ খান ভোর ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ শেষে শিবপুর বাজারস্থ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর সিড়ি দিয়ে উঠছিলেন তিনি।  তখন মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাঁকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে পিঠে গুলিবিদ্ধ হন তিনি।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা বলেছেন তাঁর অবস্থা আশংকাজনক।

শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন " নিজ বাসায় চেয়ারম্যান হারুনুর রশিদ খান কে দুর্বৃত্তরা গুলি করেছে। এই ঘটনা যেন অন্য কোনদিকে প্রবাহিত না করা হয়, সুষ্ঠু তদন্ত হোক। ওনার অবস্থা আশংকাজনক আমরা ও ঢাকা মেডিকেল এ যাচ্ছি"।

এদিকে ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।  শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন,"মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে"।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good