২৬ ডিসেম্বর, ২০২৩
ছবি: শেরপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা, শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজীদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন প্রমূখ।
কর্মশালায় জেলা প্রশাসক উপজেলার সকল প্রিসাইডিং অফিসার ও ভোটগ্রহনকারী সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তাদের কর্মপদ্ধতি, অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
Good news
Good