৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

২১ ফেব্রুয়ারী, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: মৃত মোছাঃ কায়া খাতুন

বগুড়া শেরপুর উপজেলায় মাটিবাহী ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোছাঃ মায়া খাতুন নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার শেরপুর-ভবানীপুর আঞ্চলিক সড়কের আন্দিকুমড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মায়া খাতুন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় এক বেসরকারি স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মায়া বাড়ির পাশের রাস্তায় পূর্ব পাশ থেকে পশ্চিম পার্শ্বে পার হওয়ার সময় দ্রুত গতির এক মাটিবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মায়া খাতুন ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি মাকোড়কোলা গ্রামের মাটির পয়েন্ট থেকে মাটি নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরই ঘাতক ট্রাকের ড্রাইভার ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে। এছাড়াও আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উক্ত ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good