৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / ধর্ম ও জীবন / বিশেষ সংবাদ

শেরপুরে কোরিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান

২১ এপ্রিল, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ঈদ উপহার সামগ্রী প্রদান

"মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়" এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন "কোরিয়া মুসলিম কমিউনিটি কতৃক ঈদুল ফিতর উপলক্ষ্যে  সারা দেশের বিভিন্ন জায়গায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকে।

এরই আলোকে আজ ২১ এপ্রিল (শুক্রবার) সকাল ৯ টায় বগুড়া শেরপুর উপজেলায় এবার সর্বমোট ৫০ টি পরিবারকে প্রায় অর্ধ লক্ষ টাকার ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনটি। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা রাজিয়া খাতুন এই উপহার সামগ্রী পেয়ে খুশিতে কেঁদে ফেলেন।

উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং গাড়ীদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোঃ তবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক শামীম আহমেদ, আল ইমরান, ইউসুফ আলী সহ অনেকেই।

প্রবাসীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সদস্য মুত্তাকিন হোসাইন পলাশ। তিনি তাদের এই সংগঠনের বিষয়ে বলেন বলেন, সমাজের অসহায় মানুষগুলো যেন একটু আনন্দে ঈদ উদযাপন করতে পারে এই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই সাধ্যের জায়গা থেকে সহযোগিতা করে থাকি। এছাড়াও আমরা সারা বছর দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করে থাকি।

এছাড়াও কোরিয়াতে অবস্থানরত সকল মুসলিমদের কুরআন শিখানো, অসুস্থ ব্যাক্তিদের সাহায্য প্রদান, বেকার কেউ থাকলে তার চাকরির ব্যবস্থা করা, কোন প্রবাসীর মৃত্যু হলে নিজ দেশে পরিবারের কাছে পাঠানো সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

Related Article