০৮ অগাস্ট, ২০২৫
ছবি: প্রধান অতিথি কে এম মামুনুর রশিদ
শনিবার বিকেলে সাতমোড়া বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্যসচিব জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন,
উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরু,
উপজেলা কৃষকদলের সদস্যসচিব আনোয়ার হোসেন বাবুল,
পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন,
রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাকলাইন মাস্টার,
সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি আবু কাওসার,
সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন,
সাবেক চেয়ারম্যান এনামুল হক এবং
কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রওশন আলম জুয়েল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতমোড়া ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব পারভেজ আলম।
উক্ত সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good