৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শারীরিক প্রতিবন্ধী পলাশবাড়ীর দৌলতুন নেছার একটি হুইল চেয়ার প্রয়োজন

৩১ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: শারীরিক প্রতিবন্ধী দৌলতুন নেছা।

শারীরিক প্রতিবন্ধী দৌলতুন নেছার একটি হুইল চেয়ারের অভাবে যেন তাঁর কষ্টের শেষ নেই। প্রাকৃতিক কাজ সহ সকল কাজে চলাফেরা করতে হচ্ছে ঘোষপেরে ঘোষপেরে।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রামের মৃত নঈম উদ্দিনের স্ত্রী শারীরিক প্রতিবন্ধী দৌলতুন নেছা (৮০)।

একটি হুইল চেয়ারের অভাবে দীর্ঘ দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন দৌলতুন নেছা। পরিবারের আবেদন একটি হুইল চেয়ারের।

খোঁজ খবর নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা বিশ্রামগাছী গ্রামের ৮০বছরের বৃদ্ধা দৌলতুন নেছাশারীরিক ভাবে প্রতিবন্ধী। 

স্বামী নঈম উদ্দিন মারা যায় বেশ কিছু দিন আগে, দৌলতুন নেছার পরিবারের অন্যান্যরা জানায় ভুল চিকিৎসার কারণে হারিয়ে গেছে পায়ের কার্য ক্ষমতা। একটি হুইল পেলে কিছুটা হলেও স্বাভাবিক চলাফেরা করতে পারবে সে। জনপ্রতিনিধিসহ সমাজের অনেকের কাছে গিয়েও পায়নি একটি হুইল চেয়ারের আশ্বাস।

দৌলতুন নেছার পরিবারের যোগাযোগ মোবাইল নং-০১৭১৭-৪১৪০৫২।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good