৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি

সাংবাদিকদের সাথে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মনোয়ন প্রত্যাশী কৈয়ুম চৌধুরীর মতবিনিময়

২২ অক্টোবর, ২০২৩

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আবদুল কৈয়ুম চৌধুরীর

বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য, কেন্দ্রীয় পরিষদের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের ট্রাষ্টি চেয়ারম্যান এবং রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী সাংবাদিকদের সাথে চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য নৌকার মনোয়ন প্রত্যাশী হিসেবে মতবিনিময় করেন।  তিনি বলেন, আমি যা টাকা আয় করি সব আমার না। এই টাকার হকদার হিসেবে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর অধিকার আছে। তাই আমার কাছে জনগনের দায়বদ্ধতা নয়, আমি দলের কর্মী এবং জনগনের কাছে দায়বদ্ধ। 


রবিবার (২২ অক্টোবর) বিকালে চন্দনাইশ উপজেলাধীন বদুরপাড়া রাস্তার মাথাস্থ রেডিসন কনভেশন হলে চন্দনাইশ কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আবদুল কৈয়ুম চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, করোনাকালীন সময়ে এলাকায় নিজস্ব অর্থায়নে করোনা সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, করোনা রোগীদের জন্য আ্যম্বুলেন্সে ও অক্সিজেনের ব্যবস্থাসহ আর্থিক সহায়তা করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দরিদ্র অসহায়দের সহযোগিতা, গরীব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থাকরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উচ্চুক শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করে শিক্ষা সহযোগিতা করেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত আছেন, চন্দনাইশের বৃহত্তর সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাধ্যমে ও শিক্ষা এবং চিকিৎসাসেবায় ব্যাপক অবদান রেখে আসছেন। তিনি এই সংগঠনের মাধ্যমে বিনামূল্যে দুই হাজার চোখের ছানি অপারেশন করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন বলে উল্লেখ করেন। তিনি স্কুল জীবন থেকেই রাজনীতি করে আসায় ২০১৮ সালের নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে ব্যর্থ হলেও নৌকা প্রতীককে জয় করে আনার জন্য তিনি যথেষ্ট কাজ করেন। তিনি এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার করলেও মানবাধিকার ইস্যু সৃষ্টি করে তৎকালীন হত্যাকারী কাউকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় না আনায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন। 
তিনি বলেন, সকল সময়ই দেশপ্রেমকে বুকে ধারন ও লালন করে নিজ এলাকায় সত্য ও ন্যায়ের পক্ষে জনকল্যাণের পক্ষে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি। সুযোগ পেলে ভবিষ্যতেও নিজ এলাকাকে মাদক ও চোর মুক্ত করে চন্দনাইশবাসীর কল্যাণে ব্যাপক পরিসরে কাজ করতে নিজে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন আমার নেত্রী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং দলীয় মনোনয়ন বোর্ড আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করলে আমি আমার সর্বশক্তি দিয়ে দেশ এবং জনগনের সেবায় একজন কর্মী হিসেবে নিজেকে নিবেদন করতে চাই। এ ক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কৈয়ম চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে এলাকার বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যুবসমাজের বিপর্যয় ঘটছে। সমাজের এসব অসঙ্গতি দুর করতে ও আমার নিজের এলাকার মানুষের সমস্যার সমাধান করতে আমি আমার অবস্থান থেকে কাজ করছি। জনপ্রতিনিধি হয়ে আরো কাছে এসে সকলের সাথে কাজ করার ইচ্ছা রয়েছে। তাই চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) এলাকায় আমি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশি। বঙ্গবন্ধু কন্যা জেেননত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে আমি নির্বাচন করবো। শিক্ষা দীক্ষা ও পারিবারিক অবস্থান বিবেচনায় মানুষ আমাকেই নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 

Related Article