৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

সাংবাদিক ডা.এম.এ.মান্নানের বড় সন্তান মুকতাদির এর পঞ্চম জন্মবার্ষিকী আজ

১৩ অগাস্ট, ২০২৩

ছবি: আহনাফ আবরার মুকতাদির

আজ রবিবার, ১৩ আগষ্ট ২০২৩ খ্রি.বিশিষ্ট চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক ও সংগঠক ডা.এম.এ.মান্নান এর বড় সন্তান আহনাফ আবরার মুকতাদির এর পঞ্চম শুভ জম্মবার্ষিক।

মুকতাদির’র পঞ্চম শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন  বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক,চিকিৎসক, শিক্ষকসহ সুধীজন।সাংবাদিক পুত্রের জম্মদিন উপলক্ষে পরিবার ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে কুরআন খতম,আলোচনা সভা,দোয়া মাহফিল,পথ শিশুদের মাঝে খাবার বিতরন,ফ্রি মেডিকেল ক্যাম্পেইনসহ নানা কর্মসূচী গ্রহন করেছেন।আহনাফ আবরার মুকতাদির’র পঞ্চম শুভ জন্মদিনে তার মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ কামনায় নাগরপুরসহ প্রিয় দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন মুকতাদিরের বাবা- মা, দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

 উল্লেখ্য- ২০১৮ সালের ১৩ আগষ্ট রোজ সোমবার টাংগাইলের নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুয়াজানী কলেজ পাড়ায় সাংবাদিক ডা.এম.এ.মান্নান ও  অপরাধতত্ত্ববিদ তাসলিমা আকতার মুন্নী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আহনাফ আবারার মুকতাদির।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news