২৮ ডিসেম্বর, ২০২৪
ছবি: বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সভাপতি মোঃ মাসুদ আলম মিনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান,
শাজাহানপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাঝিড়া ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা আব্দুল মতিন,
শাজাহানপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ হযরত আলী, মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য মোঃ আফতাব আহমেদ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নুরুজ্জামান সহ ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছেন।