৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / অপরাধ

শাজাহানপুরে এমপি বাবলুর দেহরক্ষী দেশীয় অস্ত্রসহ আটক

২৫ Jul, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: অস্ত্রহাতে ওমর ফারুক

বগুড়া-৭ আসনের (গাবতলী-শাহজাহানপুর) সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত ওমর ফারুককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওমর ফারুক উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওমর ফারুক এলাকায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত। যেকোনো অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে তাকে দেখা যায়। সম্প্রতি সংসদ সদস্যের শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে রামদা হাতে ওমর ফারুকের ঘোরাফেরার ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

এদিকে ওমর ফারুক তার দেহরক্ষী হিসেবে কাজ করেন না বলে দাবি করে সংসদ সদস্য রেজাউল করিম (বাবলু) বলেন, ‘আমার পেছনে অনেক মানুষই তো থাকে। তাই বলে সবাই আমার দেহরক্ষী হিসেবে কাজ করে সেটি নয়। আর ওমর ফারুক রাজনীতি করে। সে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।’

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, ‘মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনও অনুমোদন হয়নি। প্রাথমিকভাবে ওমর ফারুকের নাম রয়েছে।’

ডিবির ওসি মোস্তাফিজ হাসান বলেন, দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার ও ভয়-ভীতি প্রদর্শন করার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি হাসুয়া (রামদা) পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে। 

Related Article