১৬ মার্চ, ২০২৩
ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বগুড়া শাজাহানপুর উপজেলার সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬মার্চ) দিনব্যাপী সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাইদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী রাণী ঘোষের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা শিক্ষা অফিসার মো.হযরত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, দৈনিক করতোয়া প্রত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুল হোসেন, শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (আতিক), মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডলসহ উপজেলার মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।